Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি সদস্যকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মিছিল

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের এক সদস্যকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে এলাকার সহ¯্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন ওরফে কানা বাবুলের অত্যাচারে এলাকাববাসী দীর্ঘ কয়েক বছর  ধরে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এর মধ্যে মেম্বার বাবুলকে ভাল হওয়ার সুযোগ দিয়ে এলাকার জনগণ ভোট দিয়ে গেল নির্বাচনে তাকে জয়যুক্ত করে। বিজয়ী হওয়ার পরই সে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় এলাকার জনগনের উপর। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় সাচনা গ্রামের বরকত আলীর ছেলে ওয়াসিম(৩৬) নামের এক আওয়ামী লীগের কর্মীকে  মেম্বার বাবুলের নেতৃত্ব কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। আহত ওয়াসিম চিকিৎসার জন্য বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য বাবুলকে প্রধান আসমী করে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। নিরুপায় এলাকার সব শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা কানা বাবুলের গ্রেফতার ও সদস্য পদ বাতিলের দাবি জানান। ২৪ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে এলাকার মানুষ আবার মানব বন্ধন করবেন বলে জানিয়েছেন। এ দিকে  মামলার তদন্ততারী কর্মকর্তা থানার এস আই অপূর্ব দাস বলেছেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোন ব্যাক্তি আসামীদের সন্ধান দিতে পারে তবে তাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ