বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনায় চিত্তরঞ্জন গাইন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে হত্যার পর মালামাল লুট করেছে ডাকাতরা।
রোববার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় মহানগরীর শের এ বাংলা রোডের ৫৯নং বাড়ির নিচ তলায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত চিত্তরঞ্জন গাইন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।
চিত্তরঞ্জন গাইনের চাচী শাশুড়ি ঝর্না গোলদার বলেন, চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই মেয়ে নিয়ে ছাচিবুনিয়া বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চিত্তরঞ্জনকে ফোন করলে সে ফোন না ধরায় রোববার সকাল ১১টায় আমাকে ফোন করেন। আমরা গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে লাগানো। জানালার গ্রিল কাটা। ঘরের খাটে হাত পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন শুয়ে আছে।
তিনি জানান, রাতের কোনো এক সময় ডাকাতরা ডাকাতি করতে ঘরে ঢুকলে চিত্তরঞ্জন তাদের দেখে ফেলায় তাকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।