Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কদমতলীতে গতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাধূলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রাখার লক্ষ্যে রাজধানীর কদমতলীতে অনুষ্ঠিত হলো গতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে ফাইনালে ধোলাইপাড় স্পোর্টিং ক্লাব স্পাইডার্স ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কদমতলীর ব্যাংক কলোনীতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্ধোধন করেন চলচ্চিত্র সাংবাদিক, গবেষক এবং গতি অনলাইন এর পরিচালক ইশতিয়াকুর রহমান অব্যয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি মেম্বার হাসান মো. জাহাঙ্গীর। সাংবাদিক  নূরুল ইসলাম এবং গতি অনলাইনের পরিচালক ইব্রাহীম খলিল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাওহিদ মাহাবুব রাশেদ। পুরস্কার বিতরণী শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলাই যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। এ জন্য তারা মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলাধূলার প্রতি জোর দেয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ