Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রেতাদের ঝোঁক ইলেক্ট্রনিক্স পণ্যে

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দিতীয় শনিবারে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগের দিন শুক্রবারের মতো গতকাল ১৪তম দিনে ছুটি থাকায় চিরচেনা রূপ ফিরে পেয়েছে মেলা। দর্শনার্থীর পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। গতকাল মেলা শুরুর সঙ্গে সঙ্গে প্রবেশ গেটে দীর্ঘ লাইন লাগে। দুপুরের পরপরই পার্কিং স্পেসসহ আশপাশের স্থানগুলো ভরে ওঠে কানায় কানায়। এমনকি সন্ধ্যায় মেলা ছাড়াও আশপাশের কোথাও খালি জায়গা ছিল না। এদিন অনেকেই গাড়ি রাখারও জায়গা পায়নি। সারাদিনই মেলার ভেতরে ও বাইরে মানুষের স্রোত ছিল লক্ষণীয়। মেলাকে কেন্দ্র করে পুরো শেরেবাংলা নগরেই আশপাশের রাস্তায় প্রচুর যানজট দেখা গেছে। খামার বাড়ি থেকে শুরু করে তালতলা-শেওড়াপাড়া পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে হয়েছে যাত্রীদের।
দেশের রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় এবার মেলায় প্রচুর ক্রেতা-দর্শকদের সমাগম ঘটছে। এজন্য সন্তোষ প্রকাশ করলেন বিক্রেতারাও। জানালেন, ছুটির দিনে ভালো বিক্রির খবর। এক দিকে ছুটির দিন অন্যদিকে শীতের আমেজ হওয়ায় স্টল-প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল বেশি। মেলার ইজারাদার মীর শহীদুল ইসলাম বলেন, এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় মেলা শুরু থেকেই জমে উঠেছে। ছুটির দিনগুলোতে আশানুরূপ ক্রেতা সমাগম ঘটেছে বলে তিনি জানান।
বাণিজ্যমেলা আয়োজক কমিটির কর্মকর্তরা জানান, প্রতিটি মেলার ক্ষেত্রে দেখা যায়, প্রথম কয়েক দিন একটু ঢিলেঢালা থাকে। তবে এবার তেমনটা হয়নি। মেলার শুরু থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে সবাই খুশি।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রাজধানীতে শীতের মাত্রা বাড়ার সাথে সাথে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ও বেচাবিক্রি আশানুরুপ। বিশেষ করে ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স, সিরামিক ও গৃহস্থালী পণ্যের স্টল-প্যাভিলিয়নগুলোয় বেচাকেনা হচ্ছে অপেক্ষাকৃত বেশি। তবে অনেকেই আবার মেলায় আসছেন বিভিন্ন কোম্পানির নতুন নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে। কেউ আসছেন বিশেষ মূল্য ছাড়ে কেনাকাটা করতে। এছাড়া দেশি-বিদেশি তৈরি পোশাক, ভোগ্যপণ্য, ফার্নিচার, শৌখিন পণ্যের প্রায় সব স্টল-প্যাভিলিয়নেও ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখা গেছে। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে ওয়ালটন, মিনিস্টার-মাইওয়ান, যমুনা ইলেক্ট্রনিক্স, শার্প এবং সনি-র‌্যাংগস।
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন প্যাভিলিয়নকে ঘিরে তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্যাভিলিয়নে ঢুকতেই ৭৫ ইঞ্চি ও ৯৮ ইঞ্চির স্মার্ট টেলিভিশন চোখে পড়বে। এছাড়া রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন, ইলেক্ট্রিক ও মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকার, বেøন্ডার, এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ চার শতাধিক মডেলের ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন করা হয়েছে। ১২ হাজার ৯৫০ টাকা থেকে ৮৫ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের এলইডি টেলিভিশন। প্যাভেলিয়নের উপরের তলায় রাখা হয়েছে স্মার্ট ফোন। ৩ হাজার ৬৯০ টাকা থেকে ১৬ হাজার ৪৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের স্মার্ট ফোন। প্যাভিলিয়নের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মেলার শুরু থেকেই তাদের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি আশানুরুপ। একই সঙ্গে বেচাবিক্রিও।
মিনিস্টার-মাইওয়ানের ৩২ ইঞ্চি টেলিভিশন পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। সাথে বছরের ওয়ারেন্টি। বিক্রেতারা জানালেন, কিস্তিতে ৬ মাসে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। এছাড়া টিভির সাথে ৭ মাসের রিপেসমেন্ট গ্যারান্টিও আছে। মেলা উপলক্ষে শার্প দিচ্ছে পণ্য ভেদে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়। ৩২ ইঞ্চি থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের টেলিভিশন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। দাম ২৩ হাজার ৯০০ টাকা থেকে ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে।
সনি-র‌্যাংগস নিয়ে এসেছে ৪৩ থেকে ৮৫ ইঞ্চির ফোর-কে টিভি। যার দাম ১ লাখ ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ২২ লাখ টাকা পর্যন্ত। ৩২ এবং ৪০ ইঞ্চির ২টি মডেলের এক্সট্রা প্রটেক্টেবল টিভির দাম যথাক্রমে ৩১ হাজার ৯০০ টাকা এবং ৬১ হাজার ৯০০ টাকা। ৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সব ধরনের স্মার্ট ফোন। আছে জেড- প্রিমিয়ার ডুয়েল মোবাইল। থাইল্যান্ড থেকে আনা হয়েছে বিভিন্ন আকারের ফ্রিজ। ৪১ হাজার ৯০০ টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব ফ্রিজ। নতুন ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানালেন বিক্রেতারা।
যমুনা ইলেক্ট্রনিক্সের প্যাভিলিয়ন ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, হোম অ্যাপ্লায়েন্স, এসি ও টিভিতে ৫ শতাংশ মূল্যছাড় দেয়া হয়েছে। প্রতিটি টিভি ১৩ হাজার থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এবার মেলায় শুরু থেকেই কেনাবেচা ভালো হচ্ছে। গত বছরের চেয়ে এবার বিক্রি পাঁচগুণ বেশি হবে বলে আশা করছেন তিনি।
মেলায় ইলেকট্রনিক্স পণ্য ছাড়াও প্লাস্টিক, অ্যালুমিনিয়াম গৃহস্থালির উপকরণ, ইমিটেশনের গয়না, প্রসাধন সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রীর স্টল ও প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। শিশুদের খেলনার দোকানেও ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল। মেলায় দর্শনার্থীদের সরব পদচারণায় মুখরিত ছিল বিনোদন কেন্দ্র, ইকোপার্ক ও বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। রাজধানীর যাত্রাবাড়ী থেকে সপরিবারে মেলায় আসা বেসরকারি কর্মকর্তা আসিফুর রহমান জানান, দেশের রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় মেলায় এসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
বিশাল আয়োজনে বাণিজ্য মেলায় প্রাণ
বিভিন্ন পণ্যের পসরা নিয়ে প্রতিবারের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন সাজিয়েছে দেশের অন্যতম বৃহৎ খাদ্য পণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। মেলায় প্রতিষ্ঠানটির ছোট-বড় ৯টি প্যাভিলিয়ন ও ১৩টি স্টল রয়েছে।
এবারের মেলা উপলক্ষে ক্রেতাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ থাকছে অলটাইম এর লাইভ ফ্যাক্টরি। মেলার ১৫ নম্বর এই স্টলে স্বয়ংক্রিয় মেশিনে স্বাস্থ্যকর ব্রেড, বাটার বান, হানিকম, কুকিজ তৈরি দেখতে ও ক্রয় করতে পারছেন এসব পণ্য ক্রেতারা।
প্রাণ কনফেকশনারির সামনে রাখা হয়েছে মিকি মাউস। এই মিকি মাউসের বিভিন্ন অঙ্গভঙ্গির সাথে সেলফি তোলার সুযোগ পাচ্ছেন শিশু, তরুণ-তরুণী ও বয়স্করা। প্রাণ-আরএফএল গ্রæপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, এবারের মেলা উপলক্ষে প্রাণ এর ২২টি প্যাভিলিয়ন ও স্টলে ১০ থেকে ৫০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। সর্বনিম্ন ১শ’ থেকে ৫শ’ টাকার নির্দিষ্ট প্যাকেজের আওতায় রয়েছে নগদ মূল্য ছাড়। এছাড়া মেলায় আনা হয়েছে ২০০টিরও বেশি নতুন পণ্য। মেলার ৪৬ নম্বর প্যাভিলিয়নটি পাঁচ শতাধিকের বেশি পণ্য দিয়ে সাজিয়েছে প্রাণ।
এখানে বিভিন্ন প্যাকেজে সর্বোচ্চ ১শ’ ৮০ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় দেয়া হচ্ছে। অলটাইম কেক, প্রাণ গুড়া মসলা, মিস্টার নুডলস, ক্যানটন স্টলেও রয়েছে এমন ছাড়। মেলার ৩৪ নং স্টলে আকর্ষণীয় মূল্যে চিনিগুড়াসহ বিভিন্ন প্রকার চাল কিনতে পারছেন ক্রেতারা। স্পল্প মূল্যে খাবার কিনতে পারছেন ঝটপট ফুড স্টল, টেস্টি ট্রিট, মিঠাই থেকে। প্রাণ এর অন্যান্য স্টল প্রাণ এএমসিএল, প্রাণ ললিপপ স্টল, প্রাণ ডেইরি মিল্ক, প্রাণ ফ্রুটো, ওয়ান্ডার কেক, ব্রেভার, বিস্ক ক্লাব, প্রাণ স্ন্যাক্স, নাটোর এগ্রো এবং উইনার স্টলে রয়েছে আকর্ষণীয় অফার ও নগদ ছাড়। উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ম্যাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ