রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ (চাঁদপুর) থেকে : চাঁদপুরের হাজীগঞ্জে ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫৭টি। একশ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে। ৫৭টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় বলছে বিদ্যুৎ সংযোগবিহীন বিদ্যালয়গুলোতে সংযোগ দেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অফিস সহকারী কাউসার হোসেন জানান, গত বছর ৬৫টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে এ প্রজেক্টর দেয়া হবে। যে সব বিদ্যালয়ে বিদ্যুৎ নেই তাঁরাও এ সুবিধা পাবেন। উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান বলেন, তাঁর বিদ্যালয়ে পূর্বে বিদ্যুৎ সংযোগ ছিল। বিদ্যুৎ বিল না দেয়ায় পাঁচ বছর আগে সংযোগ কেটে দেয়া হয়েছে। তিনি জানান, তাঁর বিদ্যালয়ে ১৪৬ জন ছাত্র-ছাত্রী আছে। গত ডিসেম্বর মাসে উপজেলা থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর পাঠানো হয়েছে। বিদ্যুৎ না থাকায় এটি ব্যবহার করা যাচ্ছে না। ছাত্র-ছাত্রীরা আধুনিক শিক্ষা পদ্ধতি গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থী ফাতেমা ও সাহিদা জানায়, বিদ্যুৎ না থাকায় গরমকালে সবচেয়ে বেশি ভোগান্তি হয়। গত কয়েকদিন কুয়াশার কারণে কক্ষের দরজা জানালা বন্ধ করে ক্লাস করতে হয়। দরজা জানালা বন্ধ করলে কক্ষ অন্ধকার হয়ে যায়। তখন আর ক্লাস করা যায় না। পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, এখানে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এশটি বৈদ্যুতিক খুঁটির প্রয়োজন। খুঁটির জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে আবেদন করেছি। সহসায় বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ে অধ্যয়নরত তিনশত ছাত্র-ছাত্রীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম মিজানুর রহমান জানান, ২১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যুৎবিহীন বিদ্যালয়ের তালিকা চাওয়া হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা শিক্ষা কার্যালয়ের মাধ্যমে এসব বিদ্যালয়ের তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোঃ ইউসুফ বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে এ বিষয়ে আমার সাথে কোন যোগাযোগ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।