Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা অন্তত ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় গোপি নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের তুফান কোম্পানির মোড়ে এ চুরির ঘটনা ঘটে। সরেজমিন দেখা গেছে, শুক্রবার রাতে শহরের তুফান কোম্পানির মোড়ের আধুনিক জুয়েলার্সের পিছনের দেয়াল কেটে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ও শো’কেসসহ যাবতীয় আসবাবপত্র তছনছ করে এবং সেখানে সংরক্ষিত নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে দোকানে এসে এই দুঃসাহসিক চুরির দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক সুভাষ রায়। সর্বস্ব হারিয়ে তিনি এখন পাগল প্রায়। দোকান মালিক সুভাষ রায়ের ভাই সমরেশ আমিন জানান, এখনও ক্ষয়ক্ষতি বা চুরির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে অন্তত ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি হয়ে গেছে। ভাই এখন পাগল প্রায়। তিনি স্বাভাবিক হলেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ