Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরায় ভিজিডি কার্ড পাচ্ছেন সাড়ে ২০ হাজার নারী

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আবুদল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : ‘খুব খাওয়ার কষ্ট ছেল। এর মধ্যিই ছেলেডা হইল। এই কার্ড না পালি কি যে হইতো বলতি পারবো না। দু’বছর ধইরি প্রতিমাসে ৩০ কেজি কইরে চাল পাইছি। অন্তত ছেলেডার তো দু’মুটো ভাত দিতি পারতাম।’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ডধারী নারী, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের আকবার আলীর স্ত্রী সাহিদা খাতুন এভাবেই কাছে মনের অভিব্যক্তি তুলে ধরেন। শুধু সাহিদা খাতুন নয়, তার মতো রহিমা, আকলিমা, আনোয়ারা, সাহেলারাও দুস্থ মহিলাদের উন্নয়নে সরকারি এই উদ্যোগের প্রশংসা করেন। আর এরই ধারাবাহিকতায় দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় পরবর্তী ২৪ মাসের জন্য (১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮) অর্থাৎ নতুন ফেজে ভিজিডি কার্ড পাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার ৭৬১ জন দুস্থ নারী। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার দুই হাজার ৩৭০ জন, কালিগঞ্জ উপজেলার তিন হাজার ৭৭৮ জন, কলারোয়ার দুই হাজার ৩৪২ জন, তালার দুই হাজার ৩৪৮ জন, দেবহাটার দুই হাজার ৫২৪ জন, শ্যামনগরের তিন হাজার ৭৮০ জন ও আশাশুনির তিন হাজার ৬১৯ জন নারী ভিজিডি কার্ড পাচ্ছেন। এসব ভিজিডি উপকারভোগী বাছাইয়ের জন্যও মানা হচ্ছে নির্দিষ্ট নীতিমালা। নীতিমালা অনুযায়ী ভিজিডি কার্ডধারীদের বয়স হবে ২০-৫০ বছরের মধ্যে। এদের মধ্যে যেসব ভূমিহীন পরিবারে মহিলা প্রধান ও আয়ের অন্য কোন উৎস নেই এবং যেসব পরিবারে ২৪ মাসের কম বয়সী শিশু রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া যেসব পরিবারে বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরী আছে ও যেসব পরিবারে অটিজম/প্রতিবন্ধী সদস্য আছে সেসব পরিবারও বাছাইয়ের অগ্রাধিকার পাচ্ছে। এ প্রসঙ্গে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বলেন, দুস্থ নারীদের উন্নয়নে ভিজিডি কার্ডের প্রচলন সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে একই সাথে যেমন দুস্থ পরিবারগুলোর খাদ্য ঘাটতি দূর হচ্ছে, তেমনি যেসব পরিবারে বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরী বা প্রতিবন্ধী সদস্য রয়েছে সেসব পরিবারও বিশেষভাবে উপকৃত হচ্ছে। তিনি বলেন, তার ইউনিয়নে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে নীতিমালা অনুযায়ী ভিজিডির উপকারভোগী বাছাই করা হচ্ছে। এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী বলেন, দুস্থ মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ভিজিডি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ