Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার আসবো রাজপথে - মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ৬:০৬ পিএম

স্টাফ রিপোর্টার : পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময়-সুযোগ মতো আবারও রাজপথে আসবে বিএনপি। তিনি আরও বলেন, আমরা একটা কথা পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড উইল ফাইট টু দ্য লাস্ট (আমরা শেষ পর্যন্ত লড়ে যাব)।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলন কৌশলের ব্যাপার। রাজনীতিতে উত্থান-পতন আছে, কখনো আমার ভালো সময় যাবে, কখনো খারাপ সময় যাবে। আমরা প্রতিবার রাজপথে আসছি, সময়-সুযোগ মতো অবশ্যই আবারও রাজপথে আসব।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সংগ্রাম করব, লড়াই করব। সেই লড়াইয়ে সফল হব, ইনশা আল্লাহ।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির রাজপথে না থাকার সমালোচনা করেন। এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপি খালেদা জিয়ার ওপর সব দায়-দায়িত্ব দিয়ে ভুল করছে।
এর জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওনার কথাগুলো আমরা শ্রদ্ধার সঙ্গে নিয়েছি। তবে একটা কথা না বললেই নয়, বিএনপি গণতান্ত্রিক শক্তি। আমরা লড়াই করছি একটা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে। এই এক বছরে আমাদের হাজারের ওপরে নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। পাঁচ শর ওপরে আমাদের নেতা-কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা-কর্মী পঙ্গু হয়েছে, ক্রাচে ভর করে এখনো আসে, কেউ রিকশা চালায়।
মির্জা ফখরুল বলেন, এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে। সেটা কোনো দিনও সম্ভব হবে না। তিনি আরও বলেন, এত কিছুর পরও তারা আমাদের একজন নেতা-কর্মীকেও বিচ্যুত করতে পারেনি। এখানেই বিএনপির শক্তি, এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শক্তি।
বিএনপির মহাসচিব খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমি তাঁকে অভিবাদন জানাই। বাংলাদেশে কয়জন নেতা আছেন, যাঁরা গণতান্ত্রিক আন্দোলনের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন। একজন গৃহবধূ ছিলেন, দেশের প্রয়োজনে রাজনীতিতে এসেছেন। দীর্ঘ নয় বছর রাজপথে সংগ্রাম করেছেন, ক্ষমতায় বসে সংগ্রাম করেননি। তারপরে স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, আরেক পুত্র নির্বাসিত। তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এখন প্রতি সপ্তাহে আদালতে গিয়ে মিথ্যা মামলায় তাঁকে হাজিরা দিতে হয়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গোটা বাংলাদেশে এখন বিএনপি মানেই হচ্ছে আসামি। বিএনপি মানেই হচ্ছে, কাঠগড়ায় দাঁড়াতে হবে অথবা জেলখানায় থাকতে হবে। বিএনপি মানেই হচ্ছে, তাঁকে রাতের অন্ধকারে হত্যা করা হবে অথবা এলাকা থেকে পালিয়ে অন্য জায়গায় থাকতে হবে।
ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে একটি সংগঠন আবদুল হাই শিকদার রচিত ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ বইয়ের চতুর্থ সংস্করণের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আশরাফ উদ্দিন। আরও বক্তব্য রাখেন, প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, গ্রন্থের লেখক আবদুল হাই শিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ