Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

আশুলিয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ৩:০৩ পিএম

আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি মাটি বোঝাই ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। আহতদের মধ্যে ওই শিশুর মা আর্জু বেগম (২৫) ও অটোরিকশার চালক রয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- আশুলিয়ার ডেন্ডাবর এলাকার কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আজাদ মিয়া (৩৫) এবং তার ৪ বছর বয়সী শিশু কন্যা মরিয়ম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নয়ারহাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটো রিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু মরিয়ম। গুরুত্বর আহত হয় শিশুটির বাবা-মা ও বাটারি চালিত অটোরিকশা চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে সেখানে পৌঁছার আগেই শিশুটির বাবা আজাদের মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



 

Show all comments
  • জীবন ২৭ জানুয়ারি, ২০১৭, ৩:৫১ পিএম says : 0
    দোষি মূলত কে? তথ্য পাঠান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ