Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আত্রাইয়ে ট্রাক্টরের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ২:৫১ পিএম | আপডেট : ৩:০৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০১৭

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর মোড়ে ট্রাক্টরের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে বিশ্বজিৎ সরকার (২৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ সরকার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাথ চন্দ্রের ছেলে এবং জাহাঙ্গীর আলম একই গ্রামের আজাদ হোসেনের ছেলে।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লক্ষণ চন্দ্র (২৮) নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ২ জনকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আত্রাই থানার ওসি বদরুদোজ্জা জানান, ভটভটিতে চড়ে আত্রাইয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীর নিহত হয় এবং লক্ষণসহ আরও দুইজন গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ