বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে শফিক আহমেদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে হোটেল ফার্মগেটের ৭২০ নং কক্ষের তালা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা স্ট্রোকজনিত অথবা অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। তার বিছানা থেকে একাধিক মদের বোতল উদ্ধার করা হয়। শফিক আহমেদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শফিক আহমেদ চট্টগ্রামের লালখান বাজারের আবুল হোসেনের ছেলে। তেজগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, নিহত শফিক আহমেদ এলজিইডি’র ঠিকাদার ছিলেন। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন কাজের জন্য। শুক্রবার সকালে তার রুম থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।