Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকাসহ সর্বত্র শীত। খেটে খাওয়া ও কর্মজীবী লোকজনের দুর্ভোগ চরমে। প্রচন্ড শীতে এলাকার অসহায় গরিব দুস্থ লোকজনের কষ্টের সীমানা নেই। শীতে ছোট ছোট শিশু ও বয়ঃবৃদ্ধ লোকদের হাঁপানি, সর্দি, কাজিসহ বিভিন্ন রোগে ভুগছে। প্রতিনিয়তে শিশুদের নিয়ে ছুটছে স্থানীয় চিকিৎসকদের নিকট। এদিকে কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার উপজাতীয় লোকজন শীতে ভীষণ কষ্টে পাচ্ছে। পাহাড়ি এলাকাগুলোতে সহজে সূর্যের দেখা মেলে না। গত একসপ্তাহ যাবৎ শীতের তীব্রতা বেড়েই চলছে। খেটে খাওয়া মানুষজন সহজে কাজেকর্মে বাহির হতে পারছে না বলে অনেকেই মত প্রকাশ করে। এদিকে কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে প্রচ- শীতে মানুষজন থর থর করে কাঁপছে। সন্ধ্যা হলেই সাধারণ লোকজন ঘরমুখী হচ্ছে এবং অনেকেই খড়কুটা ও গাছের গুঁড়ি জ্বালিয়ে অনেক বেলা পর্যন্ত আগুন নিবারণ করতে দেখা যায়। এলাকার কর্মজীবী সেকান্দার, ফরহাদ, আবদুল মজিদ লাল, শহীদ ও কালু এরা জানান, প্রচ- শীত দিন দিন বাড়ছে। তাতে করে ঘর হতে বাহির হওয়া এবং কাজকর্ম করা অনেক কঠিন হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ