Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তি বোগদাদী (রহ.) ওরস ১৯ জানুয়ারি

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শাহরাস্তিÍ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : হযরত পীর শাহরস্তি বোগদাদীর (রহ.) ৬১তম ওরস মোবারক আগামী ১৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার মাজার প্রাঙ্গণে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ওরস মোবারক উপলক্ষে সারা বিশে^র মুসলমানদের শান্তি কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ ফজর আখেরি মোনাজাতের শেষে তবারক বিতরণ করা হবে। হযরত পীর শাহরাস্তি বোগদাদীর (রহ.) ভক্ত সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মাজার ওরস পরিচালনা কমিটি। ওরস উপলক্ষে সারা রাত ওয়াজ ও দোয়ার মধ্যদিয়ে শেষ হইবে। ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উপ-সচিব সৈয়দ হাফেজ আহম্মেদ, বিশেষ অতিথি পীরজাদা শাহ সুফি আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলম আবদুল কাদের কাওকাব শাহপুর দরবার শরীফ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. এ কে এম মাহাবুবুর রহমান, বিশেষ বক্তাবৃন্দ মাওলানা মোঃ মোতাহার হোসেন নক্সাবন্দি, খতিব, শাহরাস্তি মাজার জামে মসজিদ, পীরজাদা মাওলানা কারী খন্দকার শফিকুর রহমান, সাবেক খতিব, হযরত শাহরাস্তি মাজার জামে মসজিদ, প্রবীণ আলেমেদ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুর ফারুকী সাহেব, এ ছাড়া বহু ওলামা কেরামগণ তাসরীফ আনবেন। সভাপতিত্ব করবেন এ এইচ এম আবুল খায়ের মোতয়াল্লী শাহরাস্তি (রা.) মাজার শরিফ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সৈয়দ জিলান মিয়া ও ওরস কমিটি সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ