Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কনকনে শীত তবুও ওদের বসতে হয় মেঝেতে

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স. ম. জাহাঙ্গীর আলম, ধনবাড়ী (টাঙ্গাইল) থেকে : ঠান্ডা বাতাস, কনকনে শীত উপেক্ষা করে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের পাঠদান চলছে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ফ্লোরে বসে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে, শিশু-শিক্ষার্থীরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। শিশুরা হলো জাতির ভবিষ্যৎ। শিক্ষার শুরুতেই যদি শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয় তাহলে শিক্ষার সার্বজনীনত্ব নষ্ট হয়ে যায়। মনোবৃত্তি বিকাশে শিক্ষা অতি প্রয়োজন। জাতিকে সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার স্থান সবার ওপরে। শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য আত্মোপলব্ধি। শিক্ষা জীবনকে পূর্ণাঙ্গ ও সুন্দর করে। সরেজমিন বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলার নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রাক-প্রাথমিক শ্রেণির অর্ধশত শিশু-শিক্ষার্থী পাঠদান নিচ্ছে পাতলা রেক্সিন বিছানো শ্রেণি কক্ষের ফ্লোরে বসে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ প্রাক-প্রাথমিক শিক্ষাদান কার্যক্রম। পাঠদানরত শিক্ষক জয়া তালুকদার জানান, প্রাক-প্রাথমিক পাঠদান ফ্লোরে বসেই দেয়ার নিয়ম। শিক্ষার্থীদের উন্নতমানের ম্যাটের প্রস্তাব করা হয়েছে। এ ব্যাপারে নওয়াব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান বলেন, মোটা ম্যাটের অভাবে শিশু-শিক্ষার্থীদের প্রচ- শীতে পাঠদানে অসুবিধা হচ্ছে। সরকারি বরাদ্দ পেলে যথাযথ ব্যবস্থা নেব। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম জানান, সরকারি নীতিমালা অনুযায়ী শিশুদের প্রাক-প্রাথমিক পাঠদান ফ্লোরে বসেই দেয়ার নিয়ম। বেশি শীতে শিশুদের এ ক্লাস এভোয়েট করাটাই ভালো। এ ব্যাপারে ব্যবস্থা নেব। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন শিমুল বলেন, এ সময় এমনিতেই শিশুদের ঠা-া-সর্দি বেশি হয়। এভাবে ফ্লোরে বসে শিশুরা ক্লাস করতে থাকলে ঠা-ার সংক্রামণ আরো বাড়তে পারে। উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনি বলেন, শিশুদের ক্লাসের সময়টা একটু পিছিয়ে দিতে হবে। ফ্লোরে বসে ক্লাস করার ভালো ব্যবস্থা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ