Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে কয়লা বোঝাই কার্গোডুবি

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : সুন্দরবন উপকূলের বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায়  ১২ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায়  গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ১ হাজার ১০ মে: টন  কয়লা বোঝাই  এমভি আইচগাতী নামের একটি কার্গো  ডুবে গেছে। তবে কার্গোতে থাকা সবাই অন্য একটি জাহাজে উঠে জীবন বাঁচাতে পেরেছে বলে মংলা কোস্টগার্ড  পশ্চিম জোন সূত্র নিশ্চিত করেছে। মংলা কোস্টগার্ডের মিডিয়া উইং জানায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী মাদার ভেসেল ‘এমভি লেডী মেরী’ গত ২৪ ডিসেম্বর কয়লা বোঝাই করে মংলা বন্দরের আউটার এ্যাংকরেজে আসে। গত ২ দিন আগে এই মাদার ভেসেলটি বঙ্গোবসাগরের বন্দর চ্যানেলের ১২ বয়ার কাছে লাইটারেজে কার্গোতে পন্য খালাস শুরু করে। গতাকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে লাইটারেজ  জাহাজ থেকে পন্য নিয়ে যশোরের আমদানিকারক নওয়াপাড়া টেডার্সে রওনা দেবার পরপরই তলা ফেটে সাগরে ডুবে যায়। এ সময় এই কার্গোটিতে থাকা নাবিক ও ক্রুসহ ১৪ জনকে পাশ দিয়ে যাওয়া এমভি বসুন্ধরা ৩৭ কার্গো তাদের উদ্ধার করে। গভীর সাগরে এই কার্গো ডুবির ফলে বন্দর চ্যানেলের কোন ক্ষতি বা ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ