Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অষ্টগ্রামে এসিল্যান্ডের পদ শূন্য ২ দশক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গত দু’দশক ধরে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদ শূন্য। ভারপ্রাপ্ত আর অতিরিক্ত দায়িত্ব থাকা কর্মকর্তা দিয়ে চলছে উপজেলা ভূমি অফিস। দীর্ঘসূত্রিতার যাতাকলে ভূমি সংক্রান্ত সুবিধাভোগী জনসাধারণ। উপজেলার ভূমি সংক্রান্ত কাজে সার্বিকভাবে দেখা দিয়েছে স্থবিরতা। নাম-জারীর দীর্ঘসূত্রিতা এড়াতে সিংহভাগ জমি ক্রেতা-বিক্রেতা দানপত্র দলিল করতে বাধ্য হচ্ছে। সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারী, জমা খারিজ, খাস জমি বন্দোবস্ত, রের্কড সংশোধন, বিপি অবমুক্ত, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ ভূমি বিষয়ক নানা কাজ হয়। উপজেলার গুরুত্বপূর্ণ এই পদটি ১৯৯৯ সাল থেকে ১৮ বছর ধরে উপজেলা নির্বাহী অফিসারগণ অতিরিক্ত দায়িত্ব হিসাবে পালন করছেন। উপজেলার শীর্ষ কর্মকর্তা ইউএনও অতিরিক্ত দায়িত্বে থাকলেও স্বপদের দায়িত্ব শেষে এসিল্যান্ড হিসাবে কাজ করায় ভূমি বিষয়ক সমস্যা গ্রস্থরা সুন্তোষ্ট নয়। উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে মাঝামাঝি উপজেলা সহকারী (ভূমি) কমিশনার (এসিল্যান্ড) নাসির উদ-দৌলা বদলি হল। তার প্রায় ছ’বছর পর ২০০৭ সালে ১০ জানুয়ারি থেকে  ২৪ এপ্রিল তিন মাসের জন্য যোগদান করেন সহকারী (ভূমি) কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ আমিরুল ইসলাম। এরপর গত ১৮ বছরে কোন কর্মকর্তা না থাকায় শূন্য এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ৫ জনেরও বেশি উপজেলা নির্বাহী অফিসার। সাম্প্রতিকালে একজন এসিল্যান্ড পদায়ন করা হলেও এক দিনের ব্যবধানে তাকে ভূমি মন্ত্রণালয়ে প্রেষণে বদলি করা হয়। দীর্ঘদিন শূন্য থাকা এই পদে ১/২ দিনের জন্য পদায়ন করে প্রেষণে বদলি করে মন্ত্রণালয়ে নিয়ে যাওয়াকে ভুক্তভোগী সাধারণ মানুষ সাথে মন্ত্রণালয়ের চরম পরিহাস বলেই মনে করছেন। এই বিষয়ে অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস্ মুঠোফোন জানান, এসিল্যান্ড না থাকায়  জনভোগান্তী এখন চরমে। ভূমি সংক্রান্ত জটিলতার বহর দিন দিন বাড়ছে। সম্প্রতি একজন এসিল্যান্ড দেওয়া হলেও তাৎক্ষণিক তাকে ভূমি মন্ত্রণালয়ে প্রেষণে বদলি করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে এসিল্যান্ড পদ পূর্ণ করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ