রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রভাবশালী কর্তৃক সাহেবগঞ্জ খেয়াঘাটের রাস্তা বন্ধ করে দেয়ায় দুটি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই এলাকার মানুষ জরুরি প্রয়োজনে এই পথে যেমন চিকিৎসাসেবা ও হাটবাজারে যেতে পাচ্ছেন না তেমনি স্কুলেও যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ অবস্থা চলতে থাকলেও কোনো মহল থেকে প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। গাইবান্ধার গোবিন্দগঞ্জর উপজেলা সদর থেকে সড়ক পথে মাত্র ৯ কিঃমিঃ দুরে সাহেবগঞ্জ খেয়াঘাটের অবস্থান। এই খেয়াঘাটের মাধ্যমেই প্রতিদিন গোশাইপুর, দুর্গাপুর, বিশ্বনাথপুর, রামনাথপুর, রহলা, হুদরাপুর, গন্দববাড়ী, সাহেবগঞ্জ, চক রহিমাপুর, মাদারপুর, মেরীসহ বিভিন্ন এলাকার শত শত মানুষ ও শিক্ষার্থীরা এই খেয়াঘাট দিয়ে উপজেলা সদরসহ সাহেবগঞ্জ স্কুল ও বাজারে যাতায়াত করে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু হঠাৎ মাসাধিককাল আগে একটি প্রভাবশালী মহল খেয়াঘাটে যাতায়াতের রাস্তাটি দখল করে বেড়া ও ঘেরা দিয়ে বন্ধ করে দিয়ে সেখানে তামাক চাষ করে। ফলে চরম বিপাকে পরেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তারা করতোয়া নদী পাড় হতে পারলেও ঘাটের মুখে বেড়া ও ঘেরার কারণে চলাচলে বাধাপ্রাপ্ত হয়ে হাটবাজার ও স্কুল-কলেজ যেতে পারছে না। বিষয়টি প্রতিকার চেয়ে এলাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসীর চলাচল নিবিঘœ করতে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ব্যাপারে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ বলেন, এলাকাবাসীর প্রয়োজনের কথা বিবেচনা করে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এই খেয়াঘাটের রাস্তা নির্মাণ করে দেই। তখন কেউ কোন দাবি না করলেও গত কয়েকদিন পূর্বে আবু তাহের নামে এক ব্যক্তি নিজেকে জমির মালিক দাবি করে রাস্তা বন্ধ করে দেয় এবং রাস্তা নষ্ট করে তার ওপর তামাক চাষ করে এলাকাবাসীর চলাচল বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান জানান, ২/৩ দিন আগে এলাকাবাসীর একটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। রাস্তা দখল বিষয়ে আবু তাহের বলেন, আমার রেকর্ডভুক্ত জমি আমি চাষ করছি; দখলের প্রশ্নই আসে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।