Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আদম ব্যাপারীর খপ্পরে পড়ে যুবক নিঃস্ব

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া  (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ায় আদম ব্যাপারীর খপ্পরে পড়ে এক যুবক নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতারক আদম ব্যাপারীর বিচারের দাবী ও টাকা উদ্ধারের জন্য ওই যুবক সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, গত ২০১৬ সালের ১ এপ্রিল ছাগলনাইয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কামাল উদ্দিন ভূঁঞার পুত্র মোঃ সালাউদ্দিন পারভেজকে ৩ মাসের মধ্যে বাহরাইন নেয়ার কথা বলে সাড়ে ৪ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ টাকা নেয় একই গ্রামের আবুল হাশেমের পুত্র আদম ব্যবসায়ী দিদারুল আলম। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দিদার পারভেজকে বাহরাইন না নিয়ে তালবাহানা করতে থাকে। গত ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের বেলালের দোকানে স্থানীয় মেম্বার কাজী নজরুল ইসলাম প্রকাশ ফারুক মেম্বারের উপস্থিতিতে এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশী বৈঠকে পারভেজের খরচ ৫০ হাজার টাকাসহ সাড়ে  ৩ লক্ষ টাকা ১৫ দিনের মধ্যে দিদার বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট সময়ের পরও টাকা পরিশোধ না করায় গত ২০১৬ সালের ১৬ অক্টোবর পারভেজ টাকার জন্য দিদারের বাড়ীতে গেলে সে সকল লেনদেন অস্বীকার করে পারভেজকে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা হুমকি ধমকি দেয়। এ ব্যাপারে মোঃ ছালাউদ্দিন পারভেজ বাদী হয়ে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দিদারুল আলমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ