Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলঢাকায় স্কুল কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর জলঢাকার গোলনা কালিগঞ্জ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রায় দুই শতাধিক অভিভাবক। এ ঘটনায় বুধবার প্রধান শিক্ষকের কার্যালয়ে ভিড় জমায় অভিযোগকারী অভিভাবকেরা। এসময় উপস্থিত সংবাদ কর্মীদের সামনে স্কুলে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানায় তারা। অভিযোগে জানা যায়, গত ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অবসরে গেলে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে বাণিজ্য। কমিটির মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত বর্তমান কমিটি। লিখিত অভিযোগে আরও জানা যায়, বর্তমান কমিটি বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। টি আর প্রকল্পের সাড়ে ৪ লাখ টাকাসহ বিভিন্ন উন্নয়ন খাতের প্রায় আরো ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তারা। বর্তমান কমিটি স্কুলে পুকুর খননের নামে বালু উত্তোলন করে বিক্রি করছে বলে জানায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যের ছেলে রমজান আলী, অভিভাবক আজগার আলী ও  শ্রী জুগল চক্রবর্তী। অভিযোগের  বিষয়ে গোলনা কালিগঞ্জ শহীদ স্মৃতি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি সিংহ বলেন, আমি সবেমাত্র দায়িত্বভার গ্রহণ করেছি। অভিযোগের কপি হাতে পাইনি। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি বাবু মনোরঞ্জন রায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমি বাহিরে আছি।  পরে কথা হবে বলে মুঠোফোনটি বন্ধ করে রাখেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উদ জামান সরকার বলেন, অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ