Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আনন্দস্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা : ভাতা ও অনুদান বন্ধের প্রতিবাদে কেন্দুয়ায় আনন্দ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাতা ও অনুদান বঞ্চিত ১৯টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষিকা আলপনা রানী, শহীদুল ইসলাম, শিল্পী আক্তার, মাসুদা আক্তার, আজিজুল হক, রোকসানা পারভিন, মাহমুদা আক্তার, আকলিমা ও বিউটি। এদিকে, মানববন্ধনের আগে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ দুই এর প্রকল্প পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে। এ স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছেও পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ