Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী মানববন্ধন

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস জানুয়ারি-২০১৭’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এ কর্মসূচির আয়োজন করে। জেলা শহরের বিভিন্ন স্কুলের কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে মানববন্ধন শেষে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মো. বাহাউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ