Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ বেসরকারি মেডিক্যালকে কোটি টাকা জরিমানা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থী ভর্তি করায় ১০ বেসরকারি মেডিক্যাল কলেজের প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে ৩৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায়  প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায়ে বিভিন্ন পর্যবেক্ষণে বলা হয়, মেডিক্যাল কলেজ কি পদ্ধতিতে চলবে সে সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের বেধে দেয়া শর্ত অনুযায়ী সরকারি এবং বেসরকারি মেডিক্যাল কলেজকে চলতে হবে। রায়ে আরও বলা হয়, দেশে এবং দেশের বাইরে কোনো সরকারি-বেসরকারি মেডিক্যাল বা ডেন্টাল মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেয়া নীতির বাইরে যেতে পারবে না। জরিমানা করে দেয়া  বেসরকারি ১০ মেডিক্যাল কলেজ হলো- শমরিতা মেডিক্যাল কলেজ, সিটি মেডিক্যাল কলেজ, নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ, জয়নুল হক শিকদার মেডিক্যাল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ, তাইরুন নেছা মেডিক্যাল কলেজ, আইচি মেডিক্যাল কলেজ, কেয়ার মেডিক্যাল কলেজ ও আশিয়ান মেডিক্যাল কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ