Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার দিতে হবে-খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার দিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম নিষ্পাপ নারী-শিশু, নিরীহ সাধারণ নাগরিকদের উপর বর্বর, নৃসংশ গণহত্যা চীরদিন পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।  বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র  হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে মানবিক  দায়িত্ব পালন করেছে। মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা মুসলমানদের পূর্ণ নাগরিক অধিকার দিয়ে তাদের জান-মালের নিরাপত্তা দেয়া। যেহেতু জন্মসূত্রে তারা সে দেশের নাগরিক তাই  সুশিক্ষাথ বাসস্থানসহ সব অধিকার তাদের ন্যায্য পাওনা।  গতকাল বুধবার বিকেলে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ