Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে জমিয়তে জাকেরিণের দোয়ার মাহফিল সহি আকিদা জান্নাত লাভের একমাত্র পথ -পীরজাদা জবিহহুল্ল­াহ সিদ্দিকী

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মোস্তফা মাজেদ, ঝিনাইদহ : ফুরফুরা শরিফের পীর এ কামেল আল্ল­ামা হযরত মাওলানা বাকী বিল্ল­াহ্ সিদ্দিকী (রহ.) এঁর একমাত্র সাহেবজাদা ও মাদারজাত ওলী হযরত ন’হুজুর পীর কেবলা (রহ.) এঁর পৌত্র মাওলানা মোহা. আল্লামা জবিহহুল্ল­াহ সিদ্দিকী (মাদ্দা.) বলেছেন, পীরের হাতে টাকা দিয়ে জান্নাত লাভ সম্ভব নয়। তাই আল্লাহ ও রাসূল পাক (সা.) কে পাইতে হলে সহি আকিদা তৈরি করতে হবে। কারণ আমলে নাজাত হবে না, হবে আকিদায়। তিনি আরো বলেন, টাকা দিয়ে দুনিয়াবি অনেক কিছুই কেনা যাবে। কিন্তু আল্লাহ পাককে কেনা যাবে না। জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা জবিহহুল্ল­াহ সিদ্দিকী গতকাল বুধবার ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরিফে এক সোয়াব রেসানি ও দোয়ার মাহফিলে এ সব কথা বলেন। মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরজাদার একমাত্র ভগ্নিপতি সৈয়দ শাফাকাত হুসেন, ভাগিনা সৈয়দ হাম্মাদ হুসেন, মাওলানা আবদুল ওহাব, হাফেজ আল মাহদী বক্তব্য রাখেন। পীরজাদা দাদা হুজুর কেবলার সিলসিলাভুক্ত মুরিদ মুতাকেদিনদের উদ্দেশ্যে বলেন, ইবাদত জাহির করা জিনিস নয়। জুব্বা, দাঁড়ি ও টুপি কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। লোক দেখানের জন্য সুন্নতি বেশ ধারণ করলে এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।  তিনি বলেন, হাত মুরিদ হয় না, পাগড়ি মুরিদ হয় না, মুরিদ হয় অন্তর। তাই তাছওয়াফ করতে হবে রুহানি খোরাকের জন্য। আর তাকওয়া ও খেদমতের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। তিনি বলেন, কোনো পীর বা পীরের ছেলে কবরের হিসাব দিবেন না। নিজের আমল আপনাকে রক্ষা করবে। পাঁচ ওয়াক্ত নামাজ ও পিতামাতাকে খেদমত করলে জান্নাত লাভ সহজ হবে। তিনি বলেন, পৃথিবীতে আর আল্লাহর কোনো নবী আর আসবেন না। কিন্তু আল্লাহর ওলী আর হবেনা এমন কথা কুরআন পাক বা হাদিস পাকের কোথাও লেখা নেই। মেহনত করলে আপনি আমি যে কেউ ওলী হতে পারেন। এর আগে মঙ্গলবার পীরজাদাকে বেনাপোল সীমান্ত থেকে আজিমুশ্বান ইস্তেকবালের সাথে বিশাল মটর শোভা যাত্রাসহকারে ঝিনাইদহে আনা হয়। এ সময় ঢাকা, ঝিনাইদহ, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, পাবনাসহ বিভিন্ন স্থানের হাজারো ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরণী গুলশানের সায়াদাতিয়া খানকাহ শরীফে তশরিফ নিবেন। তিনি বিভিন্ন দোয়ার মাহফিলেও শরিক হবেন। বাংলাদেশে অবস্থানকালে পীরজাদা আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী ০১৭১৫-০৫২৭৯৯ এবং ০১৭১১-১৭০৮০৯ নাম্বার মুঠোফোনে যোগাযোগ করতে ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ