Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি ধরেনি পুলিশ

সদরপুরে প্রতিমা ভাংচুরের

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় মামলা হওয়ার ২৫ দিন পেরিয়ে গেলেও কোন আসামি ধরতে পারেনি পুলিশ। উল্টো অভিযোগ উঠেছে সদরপুর থানা পুলিশের বিরুদ্ধে ।
জানা যায়, সদরপুরের ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামে গত ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৪টায় বাবু চক্রবর্তীর বাড়ির কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটে। এলাকার প্রভাবশালী ওসমান মোল্লা নামের এক ভূমিদুস্য তার দলবল দিয়ে বাবু চক্রবর্তীর জমিতে ঘর তুলে দখল নিতে যায়। ঘটনাকালে বাবু চক্রবর্তীরা বাঁধা দিলে ওসমান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে মন্দির ভাংচুরের ঘটনা ঘটায় বলে জানান বাবু চক্রবর্তী। পর দিন সদরপুর থানায় ওসমান মোল্ল কে প্রধন আসামী কওে ৬জনের নামে একটি মামলা দায়েক করা হয় । এ ঘটনা প্রথম আলোসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
বাবু চক্রবর্তী জানান, উক্ত ভূমিদুস্যরা প্রতিমা ভাংচুর করে শান্ত হয়নি বর্তমানে তারা আদালত থেকে জামিন এ নিয়ে এসে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আমরা পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা করেও কোন কাজ হচ্ছে না। পুলিশ মিমাংসার জন্য চাপ দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ