বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান এক ছাত্রকে বেদম বেত্রাঘাত করে গুরুতর আহত করেছেন। আহত শিশুটি হলো ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রনি ফকির (১০)। শিশুটি পাশের গ্রামের সালাউদ্দিন ফকিরের ছেলে। গত সোমবার বিকেল সাড়ে ৩টায় স্কুল চলাকালীন শ্রেণি ক্লাস শেষে শিশুটি কক্ষের বাইরে এসে এক সহপাঠীর সাথে হাসি ঠাট্টা করার জেরধরে শিক্ষকের বেদম বেত্রাঘাতে তার সারা শরীরে নীলা ফুলা জখম নিয়ে সে চিকিৎসাধীন রয়েছে। চরভদ্রাসন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, ‘শিশুটির পিঠে ও দুই হাতের ডেনায় বেত্রাঘাতের কালো কালো দাগ রয়েছে। শরীর ব্যাথা ও দাগ মুছতে কয়েকদিন সময় লাগবে’। এ ব্যাপারে শিশুটির পিতা উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
বুধবার ওই বিদ্যালয়ে গেলে শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘পাশের রুমে ক্লাশ চলাকালীন সময়ে দুই শিশু ধস্তাধস্তি করছিল। এ সময় রাগান্বিত হয়ে আমি ক’টা বেত্রাঘাত করেছি’। এ ব্যপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন, ‘শিশুটির শরীরে আমি নীলা ফুলা বেত্রাঘাতের দাগ দেখেছি, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শোকজ করা হবে’। উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক শাহীন শিকদার জানান, ‘ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না, আমি ফরিদপুর হাসপাতালে গিয়েছিলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।