বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : আদালত অবমাননার অভিযোগে আজ বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো হাইকোর্ট বেঞ্চে হাজির হচ্ছেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও পৌর সভার প্রকৌশলী মনিরুজ্জামান মনির। এর আগে তিনি আদালতের নির্দেশ অমান্য করে মজিবুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন টিনশেডের ১১টি দোকান ভাঙচুরের অভিযোগে প্রথম দফা হাজিরা দেন।
জানা গেছে, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক মেয়র নির্বাচিত হবার একবছর সময়ের মধ্যেই রাজনৈতিক ক্ষমতাবলে বেপরোয়া মনোভাব নিয়ে ভাঙচুরের অভিযোগে হাইকোর্টে মামলার শিকার হন। মাধবদী পৌরসভার বাসিন্দা মজিবুর রহমান আদালতে অভিযোগ করেন যে, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক তার নিজের মালিকানাধীন টিনশেডের ১১টি দোকান ও বাড়ি কোনো নোটিশ ছাড়াই ভাঙচুরের হুমকি দেন। এই হুমকির বিরুদ্ধে গত ১০ অক্টোবর মজিবুর রহমান আদালতে রিট পিটিশন দাখিল করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে দোকান ও বাড়ি উচ্ছেদের উপর স্থিতাবস্থা জারি করেন। একই সাথে উচ্ছেদের হুমকি কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারি করেন। আদালতের এই স্থিতাবস্থা থাকা সত্ত্বেও পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক তার রাজনৈতিক ক্ষমতার দর্পে দোকান ও বাড়ি ভেঙে দেয়। এই ঘটনার পর মেয়র মোশাররফ হোসেন মানিক ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন মজিবুর রহমান। সেই আবেদনের শুনানি শেষে গত এক ডিসেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে রুল জারি করা হয়। একইসংগে পৌরসভার মেয়র ও পৌরসভা প্রকৌশলীকে আদালতে তলব করা হয়। এ অবস্থায় পৌরসভার মেয়র প্রথমবার আদালতে হাজির হন তার আইনজীবী আদালতকে বলেন বাড়ি ও ঘর পৌরসভার পক্ষ থেকে ভাঙা হয়নি। জনগন ভেঙে ফেলেছে। আসামিপক্ষের বক্তব্য শুনানি শেষে আদালত আজ ১২ জানুয়ারি পৌর মেয়র মোশারফ হোসেন মানিককে আদালতে দ্বিতীয় বারের মতো হাজির হবার নির্দেশ দেন।
জানা গেছে, মেয়র মোশাররফ হোসেন মানিক অবস্থা টের পেয়ে বাদী মজিবুর রহমানের সাথে আপোষ রফায় উপনীত হয়েছেন। তাদের আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতে উপস্থাপন করা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।