Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে তুলা পেট্রোলের দুই দোকানে আগুন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে দুটি দাহ্য পদার্থের দোকানে অগ্নিকান্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সখিপুর-ঢাকা-টাঙ্গাইল সড়কের পিচের মাথা এলাকায় গতকাল বুধবার ভোর রাত সাড়ে তিনটার সময় এক অগ্নিকান্ডে আবুল হাশেমের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সখিপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে থাকা তুলা, পেট্রোল, অকটেন ও ডিজেল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের মালিক আবুল হাশেম বলেন, পূর্ব শত্রুতার জের হিসাবে কে বা কারা দোকানের সাটারের নিচ দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমার শত্রুদের মধ্যে চার জনের নাম উল্লেখ করে  এক বছর পূর্বে থানায় জিডিও করেছি। এছাড়া গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটার সময় এক অগ্নিকান্ডে সখিপুর-কচুয়া রোডে মায়ের দোয়া ট্রেডার্স এ্যান্ড মেসার্স সাফিম এন্টারপ্রাইজ পুড়ে ভস্মীভূত হয়। এতে দোকানে থাকা ৮শ’ ৮০ লিটার পেট্রোল ও ২শত ২০ লিটার ডিজেল পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ