বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ করবে। বিজিবি ও পরিবহণ শ্রীমকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি অধিনায়ক ৪৬-৫৫ বিজিবি শ্রীমঙ্গল ও সভাপতি-সম্পাদক পরিবহন শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল উপস্থিত থাকার জন্য নোটিশ করা হয়েছে। কমিটির সদস্যরা গত ৮ জানুয়ারি থেকে তদন্ত কাজ শুরু করে। শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে সরেজমিন ক্ষতিগ্রস্ত গাড়ি ও পরিবহণ শ্রমিক-মালিকের নিকট তথ্য সংগ্রহ করেন। ক্ষতিগ্রস্ত দোকান-ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্ষতির বিবরণী সংগ্রহ, বিভিন্নভাবে আহত ও প্রতক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ, সর্বসাধারণের কাছ থেকে স্থির ও ভিডিও চিত্র সংগ্রহ করাহয়।
বৃহস্পতিবার ১২ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উভয় পক্ষের পৃথক সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট বিজিবি সদস্য এবং দ্বিতীয় পর্যায়ে পরিবহন শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে পানসী রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিজিবি গাড়ি চালক ও স্থানীয় মাইক্রোবাস-পিকআপ এর কতিপয় ড্রাইভারদের মধ্যে বাগবিত-া হয়। এ সময় স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই বিজিবি সদস্যকে লাঞ্ছিত করেন। এ খবর বিজিবি সদর দফতরে পৌঁছালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করেন। পরে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ বেধে যায়। শেষে বিজিবি সদর দফতর থেকে বের হয়ে আসা বিজিবি সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ও ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় আটজন গুরুতরসহ ৫০ জন আহত হন। ঘটনার প্রতিবাদে ওইদিন রাতে ব্যবসায়ীরা শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় এবং পরের দিন শুক্রবার শ্রীমঙ্গল শহরে অর্ধঘট ও শনিবারেও সারা জেলায় অবরোধের ডাক দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।