রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বছরের শুরুর ১১ দিন অতিবাহিত হলেও ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশ হয়ে পড়েছে। সমমানের বিদ্যালয়গুলোর সাধারণ শাখার শিক্ষার্থীরা ১ জানুয়ারি তারিখে নতুন বই পেলেও এ মাসের ১০ দিন অতিবাহিত হওয়ার পরও বই পায়নি ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। ফলে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভোকেশনাল শাখা চালু আছে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীরা অন্যান্য বার বছরের শুরুতে বই পেলেও এবারে এখন পর্যন্ত নতুন বই না পাওয়ায় হতশা হয়ে পড়েছে। এ বিষয়ে আত্রাই কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ছাইফুল ইসলাম রতন বলেন, অন্যান্য বার আমরা যথাসময়ে বই পেয়েছি। এবার এখনও পর্যন্ত নতুন বই পাইনি। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আরম বলেন, আমার কাছে বই আসেনি। এ জন্য আমি নতুন বই দিতে পারিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।