Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্রাইয়ে নতুন বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বছরের শুরুর ১১ দিন অতিবাহিত হলেও ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশ হয়ে পড়েছে। সমমানের বিদ্যালয়গুলোর সাধারণ শাখার শিক্ষার্থীরা ১ জানুয়ারি তারিখে নতুন বই পেলেও এ মাসের ১০ দিন অতিবাহিত হওয়ার পরও বই পায়নি ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। ফলে উপজেলার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভোকেশনাল শাখা চালু আছে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীরা অন্যান্য বার বছরের শুরুতে বই পেলেও এবারে এখন পর্যন্ত নতুন বই না পাওয়ায় হতশা হয়ে পড়েছে। এ বিষয়ে আত্রাই কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ছাইফুল ইসলাম রতন বলেন, অন্যান্য বার আমরা যথাসময়ে বই পেয়েছি। এবার এখনও পর্যন্ত নতুন বই পাইনি। এতে করে শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আরম বলেন, আমার কাছে বই আসেনি। এ জন্য আমি নতুন বই দিতে পারিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ