Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আগামী ১৪ জানুয়ারি থেকে সোনারগাঁওয়ে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ আয়োজন করছে এ মেলার। দেশের লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের অনন্য উপাদান পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করে দেয়ার জন্যই হচ্ছে মূলত লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্দেশ্য।  মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে সোনারগাঁও জাদুঘরে গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবিন্দ্র গোপের সভাপতিত্বে ফাউন্ডেশনের লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদ, গাইড লেকচারার মোজাম্মেল হক মাসুদ, রেজিষ্ট্রেশন কর্মকর্তা ইয়ামিন খাঁন ও নিরাপত্তা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। ফাউন্ডেশনের পরিচালক তার লিখিত বক্তব্যে জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী মেলা ও উৎসবের আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় ৪৬টি হস্তশিল্প, ৪৩ পোশাক শিল্প, ৩৪ স্টেশনারী, ২৫টি খাবার দোকান, ১৭টি মিষ্টি দোকান ও অন্যান্য দোকানসহ মোট ১৯৩টি দোকান বরাদ্ধ দেওয়া হয়েছে। মেলায় মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ লক্ষ টাকা। মেলা চলবে সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ