রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলায় রেস্টুরেন্ট, খাবার হোটেল ও বেকারি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা অফিসের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে উপজেলার বগা বাজার এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। এ সময় সৌরভ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, রাখা ও পরিবেশন করার অপরাধে তিন হাজার টাকা, একই অপরাধে ভাই ভাই হোটেলকে এক হাজার টাকা ও প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদনের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় কনক বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক আল আমিন জানান, তিনটি প্রতিষ্ঠানকেই ২০০৯ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।