বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার তিন জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ৭ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। তিন আসামি হলেন- হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০), সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। আঞ্জু-মঞ্জু দুই ভাই। তিনজনের মধ্যে মঞ্জু ও রাজাকার ছোরাপ আটক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিদের পক্ষে ছিলেন মাসুদ রানা। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং দেশত্যাগে বাধ্য করার ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
নেত্রকোনার আটপাড়া উপজেলার মধুয়াখারী, মোবারকপুর ও সুখারী গ্রাম এবং মদন উপজেলার মদন গ্রামে তারা এসব অপরাধ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। ৪০ জন সাক্ষী সাক্ষ্য দেবেন তিন রাজাকারের বিরুদ্ধে।
আসামি তিনজনের বাড়িই নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথরপাড়ায়। ছোরাপের বসবাস ছিলো একই জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরে। গত বছরের ০৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। গত বছরের ০৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ছোরাপ ও মঞ্জুকে গ্রেফতার করা হলেও আঞ্জু এখনো পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।