বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা : নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটি ২০১৭-১৮ এর ঘোষণা উপলক্ষে সাধারণ সভা ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি তাপস সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাখার উপদেষ্টাম-লীর সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন আহাম্মেদে বিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর সেন্টু। বিশেষ অতিথি ছিলেন শাখার চার উপদেষ্টা শামীম নূর, খোরশেদ আলম রিংকু, সাজ্জাদ নয়ন ও এম এ বাতেন।
সাধারণ সভায় ১৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি ২০১৭-১৮ এর নাম ঘোষণা করেন প্রধান অতিথি শফিউদ্দিন আহাম্মেদ বিটু।
নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেনÑ সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যমল, সাধারণ সম্পাদক মো. এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি মো. আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম. এইচ নয়ন, অর্থ সম্পাদক কে এইচ মিলন, প্রচার সম্পাদক বিশাল আহাম্মেদ, ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, কার্যকরি সদস্য (১) (সম্মান সূচক) তাপস সাহা, (২) মাহমুদ হাসান কচি, (৩) পাপ্পু ভট্টাচার্জ, (৪) মো. কাইয়ুম খান ও (৫) শহিদুল ইসলাম।
এর আগে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ জহিরুল হক স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাবেক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নেতৃবৃন্দ তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন, তদ্রুপ সাবেক নেতৃবৃন্দ নতুন কমিটির সকল কার্যক্রমে সহযোগিতা করবেন। তিনি নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে, উপদেষ্টাম-লী নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও উপদেষ্টাম-লীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় শাখার অন্যান্য সাতজন সাধারণ সদস্য মেহেদী হাসান সজীব, মো. আলমাছ আলী, আরিফুর রহমান জয়, মনিরুল ইসলাম সবুজ, তানভীর আহাম্মেদ রনি, হাসান উল রাজীব ও মো. শহীদ হোসেন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।