বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘটস্থ খানকায়ে উসমানিয়া রব্বানীয়ায় এক আলোচনা মিলাদ-কিয়াম ও দোয়ার মাহফিল গত মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বদরপুরের হযরত পীর সাহেব আল্লামা মুফতি শাহ সাইয়্যেদ মু’তাসিম বিল্লাহ রব্বানী, প্রধান বক্তা ছিলেন আল্লামা ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাসুমীয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুফতি শায়েখ মুখাতার রেজা মাসুমী ও আল্লামা মুফতি সৈয়দ জাকারিয়া উদ্দিন জিলানি প্রমুখ। মুনাজাতের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে বদরপুরের হযরত পীর সাহেব বলেন, হযরত বড়পীর সাহেব (রহ.) ছিলেন বাতিলের বিরুদ্ধে মহা আতঙ্ক। তিনি তৎসময় হোসাইনি ইসলামকে জিন্দা করছিলেন। হযরত আব্দুল কাদের জিলানি (র.) ছিলেন সকল আউলিয়া কেরামের শীরতাজ ও সরদার, তাই তিনি বড় পীর নামে সকল মুসলিমের নিকট সুপরিচিত। বড় পীর ত্বরিকতের খেদমতের পাশাপাশি ইলমে হাদিস, ইলমে ফিকহ্ ও ইলমে তাফসির প্রচারেও যে অবদান রেখেছেন তা অনস্বিকার্য। তাই অধিকাংশ মুসলমান ১১ রবিউস সানী তাঁর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ফাতেহায়ে ইয়াজদাহম পালন করেন। কাদরীয়া ত্বরিকার অনুসারীগণ প্রতি চন্দ্র মাসের ১১তারিখে গিয়ারভী শরীফ তথা ফাতেহায়ে ইয়াজদাহম পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।