Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানীয় সরকারের অধীনে পাঁচটি স্তরের জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধি

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচটি স্তরের জনপ্রতিনিধিদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গত এক জুলাই হতে এ সুবিধা প্রাপ্য হবেন। সিটি করপোরেশনের মেয়র মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলর ৩৫ হাজার টাকা; তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন পাঁচহাজার টাকা, সদস্য মাসিক সম্মানী ৩৫ হাজার টাকা। ক শ্রেণি পৌরসভার মেয়র ৩৮ হাজার টাকা ও কাউন্সিলর আটহাজার টাকা, খ শ্রেণি মেয়র ২৮ হাজার টাকা ও কাউন্সিলর সাত হাজার টাকা, গ শ্রেণি মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ছয় হাজার টাকা মাসিক সম্মানী পাবেন। এ ছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসিক সম্মানী ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান ২৭ হাজার টাকা। তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ তিন হাজার ৬০০ টাকা ও ইউপি অংশ চার হাজার ৪০০ টাকাসহ মোট আট হাজার টাকা, সদস্য সরকারি অংশ দুই হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ দুই হাজার ৬২৫ টাকাসহ মোট ৫,০০০ টাকা মাসিক সম্মানী প্রাপ্য হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ