Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই স্থানে ১৩৫ পাটপণ্যের প্রদর্শনী

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের বিভিন্ন প্রান্তে ব্যক্তিগত উদ্যোগে পাটজাত পণ্যের নানামুখী উৎপাদন ও বিপণন হচ্ছে। ফলে এসব পণ্য সম্পর্কে খুব বেশি জানতে পারছেন না দেশি-বিদেশি ক্রেতারা। তবে এবার একটি নির্দিষ্টস্থানে এসব পণ্যের বিপণন ব্যবস্থা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। আজ থেকে দেশে ১৩৫টি পাটপণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর জেডিপিসির সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন সংস্থাটির বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম। প্রতিমন্ত্রী বলেন, পাট সোনালী আঁশ নামে খ্যাত বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী এবং প্রধান রফতানিকারক দেশ হিসাবে স্বাধীনতার পর দুই দশক ধরে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হিসাবে পাট প্রথম স্থান ধরে রাখে। তিনি বলেন, আজ উদ্বোধন হতে যাওয়া কেন্দ্রের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতাদের জন্য একই জায়গা থেকে পছন্দমতো বহুমুখী পাটপণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাটের হারানো গৌরব ফিরে পেতে এই বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মির্জা আজম বলেন, ইতোমধ্যে প্রায় ৪৫০টি বহুমুখী পাটপণ্য উদ্যোক্তা সৃষ্টি, ছয়টি পাট উদ্যোক্তা সেবা কেন্দ্র স্থাপন (জেইসি) এবং দুইটি কাঁচামাল ব্যাংক (আরএমবি) স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রগুলোর মাধ্যমে বহুমুখী পাটপণ্য উদ্যোক্তারা প্রয়োজনীয় সেবা, প্রশিক্ষণ, সুলভে কাঁচামাল সংগ্রহ করতে পারছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ