Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দনাইশে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা চলায় বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার বৈলতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ গোলার বাপের বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উক্ত ইউনিয়নের টুনু মিয়ার ছেলে আবু তৈয়ব (৪৫) এর প্রথমা স্ত্রী মারা যাওয়ার পর একই এলাকার নুরুল আলমের মেয়ে শাহীন আক্তার (৪০) কে বিয়ে করে। বিয়ের পর হতে তাদের সংসারে প্রতিদিনই কলহ লেগে থাকত। বর্তমানে তাদের সংসারে চার ছেলে ২ মেয়ে রয়েছে। ঘটনার দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাদের বেড রুমে তালবদ্ধ করে তার স্ত্রী শাহীন আক্তারকে গলা কেটে হত্যা করে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষ থেকে স্ত্রী শাহীন আক্তারের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ঘাতক স্বামী আবু তৈয়বকে আটক করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ