Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চাচার হাতে খুন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : উপজেলার দশঘরিয়া বাজারে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে প্রকাশ্যে ধারালো ছেনী দিয়ে মাছ ব্যবসায়ী পূর্ণ চন্দ্র দাস (২৭) কে গলা কেটে হত্যা করেছে চাচা বিধান চন্দ্র দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, দশঘরিয়া বাজারে পূর্ণ চন্দ্র দাস মাছ বিক্রি করছিল। এ সময় হঠাৎ করে বিধান ধারালো ছেনী দিয়ে পূর্ণকে গলায় কোপ দেয়। ঘটনাস্থলে পূর্ণ চন্দ্রের মৃত্যু ঘটে। উপস্থিত মাছ ব্যবসায়ী ও জনতা ঘাতক বিধানকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিধানকে গ্রেফতার ও পূর্ণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। নিহত পূর্ণ চন্দ্রের স্বজনরা জানান, বিধান গত তিন বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা আরো জানান, গত ১৫ দিন আগে বিধান নিহত পূর্ণ চন্দ্রের একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে স্থানীয় ইউপি মেম্বার আলম বলিসহ লোকজন সালিশ বৈঠক করে পূর্ণ চন্দ্রকে তার বাইসাইকেল গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এ ব্যাপারে ঘাতক বিধান চন্দ্র থানায় সাংবাদিকদেরকে জানায়, ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে পৈতৃক জমি থেকে বঞ্চিত করায় ক্ষিপ্ত হয়ে সে ভাতিজা পূর্ণকে হত্যা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ