রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বাসনা (সুইচখালী) এলাকায় বংশী নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে গতকাল মঙ্গরবার ২ জনকে ১৫ দিনের কারাদ- প্রদান ও ১ জনকে ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-িত ব্যক্তিরা হচ্ছে উপজেলার বরাটিয়া গ্রামের হাজী তারা মিয়ার ছেলে মামুন ও মির্জাপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন এবং মহিশাষী গ্রামের আতাউর রহমানের ছেলে কামরুজ্জামান। জানা গেছে, উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে বংশী নদী। এ নদীতে বর্তমানে পানি নেই। নেই সরকারি ব্যবস্থাপনায় বালু মহালের ইজারাও। ফলে এলাকার কিছু অসাধু ব্যক্তি তাদের সার্থের জন্য সরকারের কাছ থেকে কোনো ইজারার অনুমতি না নিয়েই ভেকু ও ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী প্রথমে সকালের দিকে ওই এলাকায় ভূমি অফিসের এক কর্মকর্তাকে পাঠান। কর্মকর্তা সরেজমিন গিয়ে মাটি কাটা নিষেধ করলেও তারা মানেনি। পরে সকাল ১১টার দিকে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা মোস্তারী থানা পুলিশের সহায়তায় বাসনা (সুইচখালী) এলাকায় গিয়ে ওই ব্যক্তিদের ধরে নিয়ে আসে। পরে তাদের সাজা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।