রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা হওয়ার পর ২ মাসেও আমতলী থানা পুলিশ আসামিদের গ্রেফতার করেনি। আসামিরা উল্টো বাদির মানিত সাক্ষীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা করে হয়রানি করছে। মামলার বিবরণে জানা যায়, আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে হেলাল ব্যাপারীর স্ত্রী ফরিদা (৩৫) গত বছরের ৩০ অক্টোবর বরগুনা বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনালে সিদ্দিক তালুকদার (৪২), পিতা মোসলেম তালুকদার, বাদল তালুকদার (৪০) পিতা মৃত মজিদ তালুকদার, সাকিন কালিপুরা, কুকুয়ার বিরুদ্ধে ৬৫৩/১৬ নং গণধর্ষণ মামলা দায়ের করে। কোর্ট থেকে এজাহারের জন্য আমতলী থানায় মামলাটি প্রেরণ করেন। অথচ আমতলী থানা পুলিশ ২ মাস অতিবাহিত হয়ে গেলেও আসামিদের গ্রেফতার করছে না। অপরদিকে ধর্ষণ মামলার ২ নম্বর আসামি বাদল তালুকদার তার আপন ভাই হুমায়ুন কবিরকে বাদি করে ধর্ষণ মামলার বাদি ফরিদার মানিত সাক্ষীদের আসামি করে আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মিথ্যা মামলা দায়ের করে। যার ফলে সাক্ষীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।