রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধি এক শিশু ও মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মজনু মল্লিক (৫৬) জানান, তাদের বিবদমান জমি নিয়ে তার বংশীয় চাচাতো ভাই মন্নাত মল্লিকদের সাথে আদালতে দীর্ঘ দিন মামলা চলছিলো। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্নাত মল্লিক জোড় করে ওই জায়গায় থাকা নারিকেল গাছের নারিকেল পাড়তে থাকলে তাতে বাধা দিয়ে বাড়ি গেলে মন্নাত মল্লিক ও তার পুত্র বাচ্চু মল্লিক সহ ৫/৬ জন তার (মজনু) বাড়িতে গিয়ে তিনিসহ তার প্রতিবন্ধি পুত্র রুমান মল্লিক (১০) ও মোশারেফ মল্লিক (৮০) এর উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোশারেফ মল্লিকের ঘরে ঢুকে তার পুত্রবধূ ফাতেমা বেগম (৩০)কে মারধর করে তার গলার চেইন ছিনিয়ে নেয় বলে আহত ওই গৃহবধূ জানান। এ সময় প্রতিপক্ষের হামলায় মন্নাত মল্লিক (৫৫) আহত হয়। স্থানীয়রা জানান, মান্নাত মল্লিকের পুত্র বাচ্চু মল্লিক এক দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধীক সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।