Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন ও আহত হয়েছে ৩ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতের পাঠানো প্রতিবেদ-
চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, হবিগঞ্জের চুনারুঘাটে বালু বোঝাই ট্রাকচাপায় মুনছব আলী (৬০) ও অমৃত আচার্য্য (৩৫) নামে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুনছব আলীর বাড়ি উপজেলার রামশ্রী গ্রামে ও অমৃত আচার্য্যরে বাড়ি একই উপজেলার বালিয়ারী গ্রামে। জানা যায়, ওই দিন রাতে নিহত মুনছব আলী ও অমৃত আচার্য্যসহ আরো ৩ জন বাড়ি যাওয়ার জন্য টমটমযোগে রওনা দেন। টমটমটি চানভাঙ্গা নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা বালু বোঝাই ট্রাকটি চাপা দিলে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মুনছব আলী ও অমৃত আচার্য্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুর্ঘটনাস্থল থেকে বালু বোঝাই ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতান বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় মোঃ শাহিন (২৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত শাহিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুরাতনবাজার এলাকায় মঙ্গলবার দুপুর সোয়া ২টায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৩৬৪৪) শাহিনকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ