বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের চাচার হাতে খুন হয়েছেন পূর্ণ চন্দ্র দাস (২৫) নামের এক মাছ ব্যবসায়ী। এ ঘটনায় হত্যাকারী বিধান চন্দ্র দাস প্রকাশ সাইফুল ইসলামকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দশঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণ চন্দ্র দাস মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ীর প্রিয় লাল দাসের ছেলে। আটককৃত বিধান চন্দ্র দাস প্রকাশ সাইফুল ইসলাম একই বাড়ীর নেপাল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে ভাতিজা পূর্ণ চন্দ্র দাসের একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করে দেয় বিধান। পরে সোমবার বিকেলে এ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাকবির্তক হয়। এসময় পূর্ণ চন্দ্র তার সাইকেলের টাকা ফিরত দিতে বিধানকে বলে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে পূর্ণ চন্দ্র দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করার সময় একটি ছোরা নিয়ে তার ওপর হামলা চালিয়ে পূর্ণ চন্দ্রকে জবাই করে হত্যা করে বিধান।
এসময় স্থানীয় লোকজন বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারী বিধানকে হত্যায় ব্যবহৃত ছোরা’সহ আটক করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত কয়েক মাস আগে ধর্ম বদল করে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে বিধান চন্দ্র দাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।