Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ৫:১৪ পিএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুল শিক্ষক মঞ্জুরী খাতুনকে (৩৬) শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামী শাহাদত হোসেন মণ্ডলকে (৪৪) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত শাহাদত হোসেনের বাড়ি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু মো. আব্দুল্লা আল কনক জানান, ২০০৭ সালের ১৭ জুন মঞ্জুরী খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরপর ২০১১ সালের ২১ এপ্রিল শাহাদত তার স্ত্রী বাবার বাড়িতে আসেন। পরদিন রাতের কোনো এক সময় তিনি মঞ্জুরীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় মঞ্জুরীর বাবা মকবুল হোসেন খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ