Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ৩:৪৬ পিএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে মমতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গোয়ালঘরে বেঁধে রাখেন আলমগীর।

পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামি আলমগীর ৬ মাসের জামিন নিয়ে পলাতক থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ