Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

বগুড়া অফিস | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ৩:৪১ পিএম

বগুড়া অফিস : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপের চালক তারাজুল ইসলাম (৩০)।

আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার রনবাঘার কৈডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারাজুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার মেদেনি পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে।

দুপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, সকালে বগুড়াগামী মালবাহী ট্রাকটি উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কাজল কুমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ