বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বাসনা, সুইচখালী এলাকায় বংশী নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে আজ মঙ্গলবার ২জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ও ১ জনকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ব্যক্তিরা হচ্ছে উপজেলার বরাটিয়া গ্রামের হাজী তারা মিয়ার ছেলে মামুন ও মির্জাপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন এবং মহিশাষী গ্রামের আতাউর রহমানের ছেলে কামরুজ্জামান।
জানা গেছে, উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে বংশী নদী। এ নদীতে বর্তমানে পানি নেই। সেই সরকারী ব্যবস্থাপনায় বালু মহালের ইজারাও। ফলে এলাকার কিছু অসাধু ব্যক্তিরা তাদের স্বার্থের জন্য সরকারের কাছ থেকে কোন ইজারার অনুমতি না নিয়েই ভেকু ও ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। সংবাদের ভিত্তিতে উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) তাসলিমা মোস্তারী প্রথমে সকালের দিকে ওই এলাকায় ভূমি অফিসের এক কর্মকর্তাকে পাঠান। কর্মকর্তা সরজমিনে গিয়ে মাটি কাটা নিষেধ করলে ও তারা মানেনি।
পরে সকাল ১১টার দিকে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) তাসলিমা মোস্তারী থানা পুলিশের সহায়তায় বাসনা (সুইচখালী)এলাকায় গিয়ে ওই ব্যক্তিদের ধরে নিয়ে আসে। পরে তাদেরকে সাঁজা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।