Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মালয়েশিয়ায় হাইকমিশনে প্রবাসী কর্মীদের উপর সন্ত্রাসী হামলা

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার কুয়ালালামপুর জালান পাহাং ইউসমা এইচরিহ লোটাস ৪৪২ স্টেপাকস্থ বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী কর্মীদের উপর একজন নেতার ব্যক্তিগত সিকিউরিটিরা (সন্ত্রাসী) অতর্কিত হামলা চালিয়ে ৭/৮জন কর্মীকে গুরুতর আহত করেছে। গতকাল সোমবার মালয়েশিয়ার পেনাংসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নতুন পাসপোর্ট এবং পাসপোর্ট নবায়ন করতে আসা কর্মীরা হাইকমিশনের ফ্লোরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম দুর্ভোগের শিকার হয়। গত ৩ জানুয়ারি থেকে একই বিল্ডিংয়ের ফ্লোরে একজন দলীয় নেতার প্রবাসী রেস্টুরেন্টের ভেতর দিয়ে হাইকমিশনে যাতায়াত করতে গিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল হাইকমিশনে আগত প্রবাসী কর্মীরা পাসপোর্ট নিতে লাইনে দাঁড়ালে ভাড়াটিয়া তামিলরা (কথিত সিকিউরিটি) লাইনের পেছনের কয়েকজন কর্মীর কাছ থেকে ৩০/৪০ রিংগিট ঘুষ নিয়ে আগে যাওয়ার সুযোগ করে দেয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তামিলরা প্রবাসী কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাইকমিশনের প্রথম সচিব এস কে শাহীদ রাতে এক প্রশ্নের জবাবে ইনকিলাবকে বলেন, হাইকমিশনে কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমার জানা মতে, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী গতকাল রাতে মালয়েশিয়া থেকে টেলিফোনে ইনকিলাবকে জানান, কুয়ালালামপুরে কূটনীতিক এলাকা হচ্ছে আমপাং এলাকা। কিন্ত হাইকমিশনার জালান পাহাং এলাকায় একই বিল্ডিংয়ের একই ফ্লোরে গ্লাসের পাটিশন দিয়ে চড়া দামে ভাড়া নিয়েছেন। হাইকমিশনারের গ্রামের এলাকার একজন দলীয় নেতাও একই ফ্লোরে প্রবাসী রেস্টুরেন্ট ভাড়া নিয়েছেন। সাধারণ প্রবাসী কর্মীদের হাইকমিশনে যাওয়ার কোন ভালো পথ বা গেইট নেই। ঐ নেতা নতুন জায়গায় হাইকমিশন ভাড়া নিতে দালালী বাবদ প্রায় ৫৭ হাজার রিংগিট হাতিয়ে নিয়েছেন বলেও কামাল চৌধুরী অভিযোগ তোলেন। তিনি বলেন, একই বিল্ডিংয়ে পাটিশন দিয়ে রেস্টুরেন্ট ও গত ১ জানুয়ারি থেকে চালু করা হয়েছে। কার স্বার্থে কূটনীতিক রীতিনীতি উপেক্ষা করে উল্লেখিত বিল্ডিংয়ে হাইকমিশন ভাড়া নেয়া হয়েছে তা’ খতিয়ে দেখা উচিত। তিনি বলেন, এক সময়ে উল্লেখিত বিল্ডিংয়ের ছাদের উপর চিতাশাল ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ