Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাথমিক পাঠ্য বইয়ে ইসলামী শব্দ বর্জন সম্পূর্ণ উদ্দেশমূলক-তাহফিজে হারামাইন পরিষদ

পাঠসূচি নিয়ে চক্রান্তকারীদের অপসারণ করুন

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী গতকাল এক বিবৃতিতে প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে ইসলামি শব্দাবলী বর্জনের তীব্্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত দেশের শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ে ইসলামি শব্দাবলী ব্যবহার করা একান্ত প্রয়োজন। দুঃখজনক হলেও সত্য যে, এবারের পাঠ্যবইয়ে ‘ঋ’ বর্ণকে ঋষির ছবি দিয়ে এবং ‘র’ বর্ণকে রথ টানার ছবি দিয়ে পরিচিত করানো হয়েছে। অথচ ‘ই’ বর্ণকে ইমাম সাহেবকে দিয়ে পরিচিত করানো হয়নি। বরং ‘ই’ বর্ণকে ‘ইট আনি’ বাক্য দিয়ে পরিচিত করানো হয়েছে। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও মুসলমানদের কোন ধর্মীয় উৎসবের পরিচিত না করে রথ টানার ছবি দিয়ে অন্য ধর্মাবলম্বীর উৎসবকে পরিচিত করানো হয়েছে, উদ্দেশমূলক। মুসলিম দেশ বাংলাদেশে তা হতে পারে না। অবশ্যই এর সংস্কার করতে হবে। তিনি বলেন, পাঠসূচিতে কিছু সংস্কার হলেও, আরো সংস্কার বাকী আছে। তিনি বলেন, পাঠ্য সূচি নিয়ে যারা চক্রান্ত করছে তাদেরকে অপসারণ করে পাঠ্যসূচি প্রণয়ন কমিটিতে ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারদের অন্তর্ভূক্ত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ